নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণা জমে উঠলেও একপ্রকার নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন। এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নবীন প্রার্থী। এলাকায় এখন পর্যন্ত তাঁদের কোনো প্রচার দেখা যায়নি। ফলে ভোটের মাঠে অনেকটা একা নৌকা প্রতীকের প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ সংসদীয় আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন।
আসনটিতে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমান সরকারের দুই মেয়াদে কৃষিমন্ত্রী এবং দলের সিনিয়র নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী পেশায় একজন সাংবাদিক। আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়েছেন এমন গুঞ্জনে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন তিনি। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর একজন উদ্যোক্তা-ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি।
নিরুত্তাপ ভোটের মাঠে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তাঁর বিজয় সময়ের ব্যাপার মাত্র। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিই এ আসনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে। গণসংযোগ চালাচ্ছি, জাসদের প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্মী ও ভোটারদের ভালো সাড়া পাচ্ছি।’
নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানিয়ে জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাসদ মনোনীত প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীসহ একটি মহল আমাকে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছে। আমি এই কলঙ্ক মাথায় নিয়ে নির্বাচনে থাকব না।’
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রচারণা ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে, মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণা জমে উঠলেও একপ্রকার নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন। এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নবীন প্রার্থী। এলাকায় এখন পর্যন্ত তাঁদের কোনো প্রচার দেখা যায়নি। ফলে ভোটের মাঠে অনেকটা একা নৌকা প্রতীকের প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ সংসদীয় আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন।
আসনটিতে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমান সরকারের দুই মেয়াদে কৃষিমন্ত্রী এবং দলের সিনিয়র নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী পেশায় একজন সাংবাদিক। আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়েছেন এমন গুঞ্জনে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন তিনি। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর একজন উদ্যোক্তা-ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি।
নিরুত্তাপ ভোটের মাঠে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তাঁর বিজয় সময়ের ব্যাপার মাত্র। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিই এ আসনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে। গণসংযোগ চালাচ্ছি, জাসদের প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্মী ও ভোটারদের ভালো সাড়া পাচ্ছি।’
নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানিয়ে জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাসদ মনোনীত প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীসহ একটি মহল আমাকে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছে। আমি এই কলঙ্ক মাথায় নিয়ে নির্বাচনে থাকব না।’
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রচারণা ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে, মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৪ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে