নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণা জমে উঠলেও একপ্রকার নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন। এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নবীন প্রার্থী। এলাকায় এখন পর্যন্ত তাঁদের কোনো প্রচার দেখা যায়নি। ফলে ভোটের মাঠে অনেকটা একা নৌকা প্রতীকের প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ সংসদীয় আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন।
আসনটিতে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমান সরকারের দুই মেয়াদে কৃষিমন্ত্রী এবং দলের সিনিয়র নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী পেশায় একজন সাংবাদিক। আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়েছেন এমন গুঞ্জনে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন তিনি। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর একজন উদ্যোক্তা-ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি।
নিরুত্তাপ ভোটের মাঠে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তাঁর বিজয় সময়ের ব্যাপার মাত্র। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিই এ আসনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে। গণসংযোগ চালাচ্ছি, জাসদের প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্মী ও ভোটারদের ভালো সাড়া পাচ্ছি।’
নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানিয়ে জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাসদ মনোনীত প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীসহ একটি মহল আমাকে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছে। আমি এই কলঙ্ক মাথায় নিয়ে নির্বাচনে থাকব না।’
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রচারণা ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে, মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণা জমে উঠলেও একপ্রকার নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন। এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নবীন প্রার্থী। এলাকায় এখন পর্যন্ত তাঁদের কোনো প্রচার দেখা যায়নি। ফলে ভোটের মাঠে অনেকটা একা নৌকা প্রতীকের প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ সংসদীয় আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন।
আসনটিতে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমান সরকারের দুই মেয়াদে কৃষিমন্ত্রী এবং দলের সিনিয়র নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী পেশায় একজন সাংবাদিক। আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়েছেন এমন গুঞ্জনে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন তিনি। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর একজন উদ্যোক্তা-ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি।
নিরুত্তাপ ভোটের মাঠে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তাঁর বিজয় সময়ের ব্যাপার মাত্র। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিই এ আসনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে। গণসংযোগ চালাচ্ছি, জাসদের প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্মী ও ভোটারদের ভালো সাড়া পাচ্ছি।’
নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানিয়ে জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাসদ মনোনীত প্রার্থী। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীসহ একটি মহল আমাকে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছে। আমি এই কলঙ্ক মাথায় নিয়ে নির্বাচনে থাকব না।’
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রচারণা ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কিছুটা চ্যালেঞ্জিং। তবে, মতিয়া আপার উন্নয়নের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২২ মিনিট আগে