অর্ধাহারে-অনাহারে সখিনা, বয়স্ক ভাতার টাকা খাচ্ছে অন্যরা!
জানতে চাইলে সখিনা বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন, ‘তিন বছর ধইরা আমারে টাহা (টাকা) দেয় না, এহন কি কইয়াম? আমি চাইতো তারার (সতীনের সন্তান) কাছে কিন্তু তারা কয় টাহা আইছে না, আইলে তো আইবোই আমার হাতো (হাতে) এডাই কই আমারে।’