নান্দাইলে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু
নান্দাইলে কীটনাশক খেয়ে নোমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নোমান উপজেলার মোয়াজ্জেমপুরর ইউনিয়নের আমোদপুর গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার খোরশেদ শসা খেতের জন্য কীটনাশক কিনে ঘরে রাখে। বিকেলের দিকে শিশু নোমান পরিবারের অজান্তে কীটনাশক খেয়ে ফেলে