নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে পুলিশের এএসআই মো. আব্দুল হাদির বিরুদ্ধে জমি দখল ও অত্যাচার-নির্যাতনের গুরুতর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন তাঁর চাচা শিক্ষক নূর মোহাম্মদ ভূঁইয়া ও চাচি ফাতেমা আক্তার। বৃহস্পতিবার সকাল ১১টায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে তাঁরা সাংবাদ সম্মেলন করেন।
সাংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের ফয়জুর রহমান কাসেমের পুত্র এএসআই আব্দুল হাদি ও তাঁর সহোদর ভাই আবদুল বারী, হোসেন আহমদ, চাচা আব্দুল হামিদ ও সাইদুল ইসলামের হাত থেকে রেহাই পেতে ও সুবিচারের জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। আব্দুল হাদি গাজীপুর মেট্রোপলিটনে চাকরি করেন। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী নূর মোহাম্মদ ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আব্দুল হাদি পুলিশ প্রশাসনে চাকরি করার প্রভাব কাটিয়ে এলাকায় এসে তাঁর ভাইদের নিয়ে জোর পূর্বক জমি দখলের উদ্দেশ্যে আমাদের মারধর শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ছাড়া আমার ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেলে আমি নান্দাইল মডেল থানায় অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। আব্দুল হাদি পুলিশ সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ডায়েরি নথিভুক্ত করা যাচ্ছে না। সে আমাকে (নূর মোহাম্মদ ভূঁইয়া) ও আমার স্ত্রী ফাতেমা আক্তারকে খুন-জখমসহ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়ে যাচ্ছে।’
ফাতেমা আক্তার বলেন, ‘উক্ত অত্যাচারের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (নান্দাইল অঞ্চল) মামলা নম্বর ৫৯৫ ধারা ১০৭ / ১১৭ চলমান। এ ছাড়া ২৭ আগস্ট নান্দাইল মডেল থানায় আব্দুল হাদির নাম বাদ দিয়ে মামলা নথিভুক্ত করা হলে ৭ জনকে আসামি করা হলে একজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বিবাদী ৬ জন মুচলেকা দিয়ে এসেও এ এস আই আব্দুল হাদির নির্দেশনায় পুনরায় আমাদের জমি দখলসহ অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ঠু ও সঠিক বিচার চাই।’
এ বিষয়ে পুলিশ সুপার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রী, র্যাবের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে জানতে পুলিশের এএসআই আব্দুল হাদিকে মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নান্দাইলে পুলিশের এএসআই মো. আব্দুল হাদির বিরুদ্ধে জমি দখল ও অত্যাচার-নির্যাতনের গুরুতর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন তাঁর চাচা শিক্ষক নূর মোহাম্মদ ভূঁইয়া ও চাচি ফাতেমা আক্তার। বৃহস্পতিবার সকাল ১১টায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে তাঁরা সাংবাদ সম্মেলন করেন।
সাংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের ফয়জুর রহমান কাসেমের পুত্র এএসআই আব্দুল হাদি ও তাঁর সহোদর ভাই আবদুল বারী, হোসেন আহমদ, চাচা আব্দুল হামিদ ও সাইদুল ইসলামের হাত থেকে রেহাই পেতে ও সুবিচারের জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। আব্দুল হাদি গাজীপুর মেট্রোপলিটনে চাকরি করেন। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী নূর মোহাম্মদ ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আব্দুল হাদি পুলিশ প্রশাসনে চাকরি করার প্রভাব কাটিয়ে এলাকায় এসে তাঁর ভাইদের নিয়ে জোর পূর্বক জমি দখলের উদ্দেশ্যে আমাদের মারধর শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ছাড়া আমার ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেলে আমি নান্দাইল মডেল থানায় অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। আব্দুল হাদি পুলিশ সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ডায়েরি নথিভুক্ত করা যাচ্ছে না। সে আমাকে (নূর মোহাম্মদ ভূঁইয়া) ও আমার স্ত্রী ফাতেমা আক্তারকে খুন-জখমসহ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়ে যাচ্ছে।’
ফাতেমা আক্তার বলেন, ‘উক্ত অত্যাচারের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (নান্দাইল অঞ্চল) মামলা নম্বর ৫৯৫ ধারা ১০৭ / ১১৭ চলমান। এ ছাড়া ২৭ আগস্ট নান্দাইল মডেল থানায় আব্দুল হাদির নাম বাদ দিয়ে মামলা নথিভুক্ত করা হলে ৭ জনকে আসামি করা হলে একজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বিবাদী ৬ জন মুচলেকা দিয়ে এসেও এ এস আই আব্দুল হাদির নির্দেশনায় পুনরায় আমাদের জমি দখলসহ অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ঠু ও সঠিক বিচার চাই।’
এ বিষয়ে পুলিশ সুপার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রী, র্যাবের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে জানতে পুলিশের এএসআই আব্দুল হাদিকে মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
৩ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৩ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
৪ ঘণ্টা আগে