ডিএনএ টেস্টে জানা যাবে যুবকটি আলভী না মিলন
আলভী নাকি মিলন? কে এই ২১ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী যুবক? দুই পরিবার দাবি করছে, ওই প্রতিবন্ধী যুবক তাঁদের পরিবারের সন্তান। এ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সালিস। কিন্তু হয়নি সমাধান। অবশেষে সিদ্ধান্ত হলো, করা হবে ডিএনএ টেস্ট। এরপর ওই যুবক ফিরে যাবে আপন ঠিকানায়। এমন ঘটনায় ঘটেছে নান্দাইলের শেরপুর ইউনিয়নের হাসেনপ