Ajker Patrika

নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৭
নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় গোলাপ মিয়া (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুসল্লি ইউনিয়নের চকমতি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত গোলাপ চকমতি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোলাপ মিয়া তারেরঘাট বাজারে যান। পরে বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী গুরুতর আহত হন। আহত দুজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোলাপ মিয়ার মৃত্যু হয়। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুসল্লি ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব জানান, রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেল গোলাপ মিয়াকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত