Ajker Patrika

নান্দাইল ব্রিজের কালভার্ট এখন মরণফাঁদ 

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল ব্রিজের কালভার্ট এখন মরণফাঁদ 

নান্দাইল উপজেলার নান্দাইল ব্রিজ থেকে আঠারবাড়ী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কে ৫ মাস আগে নান্দাইল অংশে চন্ডিশাপা ইউনিয়নের ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সামনের কালভার্ট ভেঙে সামান্য গর্ত সৃষ্টি হয়। কিন্তু গত সপ্তাহে বৃষ্টিতে কালভার্টের পশ্চিম ও পূর্বের অংশ ভেঙে যায়। শুধু মাঝখানে কিছু অংশ দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে পারে। এতে ভোগান্তিতে পড়েছে ওই কালভার্ট দিয়ে চলাচলরত লোকজন। 

জানা যায়, নান্দাইল ব্রিজ থেকে আঠারবাড়ী সড়ক দিয়ে চন্ডিপাশা ইউনিয়নের ধূরুয়া, খামারগাঁ, কূল ধুরুয়া, পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আঠারবাড়ী, খালবলা গ্রামের হাজার হাজার মানুষ প্রত্যেকদিন চলাচল করেন। কিন্তু কালভার্ট ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সড়কর মাঝে একটু অংশ অবশিষ্ট থাকলেও দুপাশে গর্ত সৃষ্টি হওয়াতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক দিয়ে চলাচল ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

অপরদিকে, কালভার্টের দু'পাশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলের জন্য স্টিলের পাটাতন দেওয়া হয়। দুদিন না যেতেই রাতের আঁধারে তা চুরি হয়ে যায়। তাই এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তা ছাড়া কালভার্ট ভেঙে যাওয়াতে ভাটিস্বরী নদীর প্রবাহিত পানি আটকে গেছে। এতে করে খামারগাঁওও কূল ধুরুয়া গ্রামের নদীর পানি প্রবাহিত হচ্ছে না। 

জিন্নাতুল ইসলাম মিলন নামের এক শিক্ষক বলেন, সড়কটির কালভার্ট প্রাচীন আমলে তৈরি করা হলেও তা আর সংস্কার করা হয়নি। পুরোনো হওয়ায় কালভার্টটি অকেজো হয়ে ভেঙে গেছে।

অটোরিকশা চালক রইছ উদ্দিন বলেন, রাস্তা দিয়ে যেতে খুব ভয় লাগে। কালভার্টের দু'দিকের অংশই ভেঙে গেছে। মাঝখান দিয়ে খুব সতর্কতার সঙ্গে যেতে হয়। একটু এদিক সেদিক হলেই অটো গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত কালভার্টটি নির্মাণ হলে আমাদের চলাচল স্বাভাবিক হবে। 

অনলাইন অ্যাকটিভিস্ট এইচএম মিজান বলেন, কালভার্ট ভেঙে যাওয়াতে সর্বপ্রথম আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করি। তা কর্তৃপক্ষের নজরে আসলে যানবাহন চলাচলের জন্য স্টিলের পাটাতন দেওয়া হয়। পরে একদিন পর দেখি রাতের আঁধারে তা চুরি হয়ে গেছে। এভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে কিছুদিন আগে একটি ট্রাক পড়ে যায়। এতে আরও কালভার্টের অংশ ভেঙে যায়। বর্তমানে এটির জন্য আমাদের চলাচলের অসুবিধা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. আল আমিন বলেন, ভেঙে যাওয়ার কালভার্ট নির্মাণের জন্য টেন্ডারের আহ্বান করা হয়েছে। এরই মধ্যে টিকাদারও সিলেক্ট করা হয়েছে। বর্ষাকাল হওয়াতে কাজ করতে পারছি না। একটু পানি কমলেই কাজ শুরু করে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত