Ajker Patrika

টাকা ধার না দেওয়ায় বাড়িওয়ালাকে গলা কেটে হত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫২
টাকা ধার না দেওয়ায় বাড়িওয়ালাকে গলা কেটে হত্যা 

ময়মনসিংহের নান্দাইলে ধানখেতে পাওয়া গলাকাটা মরদেহের পরিচয় পাওয়া গেছে। টাকা ধার না দেওয়ায় ফজলুল হককে (৭৩) গলা কেটে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রেখে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় আবুল হাসান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত ফজলুল হক নরসিংদী জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি নরসিংদী সদরের খাটেহারা পূর্বপাড়ায় নিজ বাসায় বসবাস করতেন। 

গ্রেপ্তারকৃত আবুল হাসান জেলার নান্দাইল উপজেলার কালিয়াপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি নিহত ফজলুল হকের বাসায় সপরিবারে ভাড়া থেকে একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফজলুল হকের বাড়িতে প্রায় দেড় বছর আগে আবুল হাসান স্ত্রীকে নিয়ে ভাড়া ওঠেন। ভাড়া থাকার সুবাদে ফজলুল হকের সঙ্গে আবুল হাসানের সুসম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় আবুল হাসান স্ত্রীর সিজার করার জন্য টাকার প্রয়োজন হলে বাসার মালিক ফজলুল হকের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন। তখন থেকেই আবুল হাসান ধারণা করেন, ফজলুল হকের কাছে আরও নগদ টাকা থাকতে পারে। এই ধারণা থেকে আবুল হাসান আবারও তাঁর কাছে টাকা ধার চান। ফজলুল হক টাকা দিতে অস্বীকার করেন। এতে আবুল হাসান ফজলুল হকের প্রতি ক্ষুব্ধ হন এবং পুরো টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। 

পরিকল্পনা মোতাবেক গত ২৩ সেপ্টেম্বর ফজলুল হককে নিজ বাড়ি নান্দাইলে বেড়াতে নিয়ে যান আবুল হাসান। এ সময় মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ধারালো দা দিয়ে পেছন থেকে ঘাড়ে কোপ দেন তিনি। পরে পাশের ধানখেতে গলা কেটে হত্যা করে দা কিছুটা দূরে রেখে দেন। হত্যার পর ফজলুল হকের সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে আবুল হাসান পালিয়ে যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চৌকিদার মজিবুর রহমান বাদী হয়ে নান্দাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডে সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, জানতে গ্রেপ্তারকৃত আসামি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ সুপার আরও বলেন, এর আগে মঙ্গলবার সকাল ১০টায় আবুল হাসানকে নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফুলতলা গ্রামের চাঁন মিয়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে ফজলুল হকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত