ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ধানখেতে পাওয়া গলাকাটা মরদেহের পরিচয় পাওয়া গেছে। টাকা ধার না দেওয়ায় ফজলুল হককে (৭৩) গলা কেটে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রেখে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় আবুল হাসান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত ফজলুল হক নরসিংদী জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি নরসিংদী সদরের খাটেহারা পূর্বপাড়ায় নিজ বাসায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃত আবুল হাসান জেলার নান্দাইল উপজেলার কালিয়াপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি নিহত ফজলুল হকের বাসায় সপরিবারে ভাড়া থেকে একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফজলুল হকের বাড়িতে প্রায় দেড় বছর আগে আবুল হাসান স্ত্রীকে নিয়ে ভাড়া ওঠেন। ভাড়া থাকার সুবাদে ফজলুল হকের সঙ্গে আবুল হাসানের সুসম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় আবুল হাসান স্ত্রীর সিজার করার জন্য টাকার প্রয়োজন হলে বাসার মালিক ফজলুল হকের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন। তখন থেকেই আবুল হাসান ধারণা করেন, ফজলুল হকের কাছে আরও নগদ টাকা থাকতে পারে। এই ধারণা থেকে আবুল হাসান আবারও তাঁর কাছে টাকা ধার চান। ফজলুল হক টাকা দিতে অস্বীকার করেন। এতে আবুল হাসান ফজলুল হকের প্রতি ক্ষুব্ধ হন এবং পুরো টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন।
পরিকল্পনা মোতাবেক গত ২৩ সেপ্টেম্বর ফজলুল হককে নিজ বাড়ি নান্দাইলে বেড়াতে নিয়ে যান আবুল হাসান। এ সময় মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ধারালো দা দিয়ে পেছন থেকে ঘাড়ে কোপ দেন তিনি। পরে পাশের ধানখেতে গলা কেটে হত্যা করে দা কিছুটা দূরে রেখে দেন। হত্যার পর ফজলুল হকের সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে আবুল হাসান পালিয়ে যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চৌকিদার মজিবুর রহমান বাদী হয়ে নান্দাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডে সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, জানতে গ্রেপ্তারকৃত আসামি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এর আগে মঙ্গলবার সকাল ১০টায় আবুল হাসানকে নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফুলতলা গ্রামের চাঁন মিয়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে ফজলুল হকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহের নান্দাইলে ধানখেতে পাওয়া গলাকাটা মরদেহের পরিচয় পাওয়া গেছে। টাকা ধার না দেওয়ায় ফজলুল হককে (৭৩) গলা কেটে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রেখে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় আবুল হাসান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত ফজলুল হক নরসিংদী জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি নরসিংদী সদরের খাটেহারা পূর্বপাড়ায় নিজ বাসায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃত আবুল হাসান জেলার নান্দাইল উপজেলার কালিয়াপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি নিহত ফজলুল হকের বাসায় সপরিবারে ভাড়া থেকে একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফজলুল হকের বাড়িতে প্রায় দেড় বছর আগে আবুল হাসান স্ত্রীকে নিয়ে ভাড়া ওঠেন। ভাড়া থাকার সুবাদে ফজলুল হকের সঙ্গে আবুল হাসানের সুসম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় আবুল হাসান স্ত্রীর সিজার করার জন্য টাকার প্রয়োজন হলে বাসার মালিক ফজলুল হকের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন। তখন থেকেই আবুল হাসান ধারণা করেন, ফজলুল হকের কাছে আরও নগদ টাকা থাকতে পারে। এই ধারণা থেকে আবুল হাসান আবারও তাঁর কাছে টাকা ধার চান। ফজলুল হক টাকা দিতে অস্বীকার করেন। এতে আবুল হাসান ফজলুল হকের প্রতি ক্ষুব্ধ হন এবং পুরো টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন।
পরিকল্পনা মোতাবেক গত ২৩ সেপ্টেম্বর ফজলুল হককে নিজ বাড়ি নান্দাইলে বেড়াতে নিয়ে যান আবুল হাসান। এ সময় মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ধারালো দা দিয়ে পেছন থেকে ঘাড়ে কোপ দেন তিনি। পরে পাশের ধানখেতে গলা কেটে হত্যা করে দা কিছুটা দূরে রেখে দেন। হত্যার পর ফজলুল হকের সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে আবুল হাসান পালিয়ে যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চৌকিদার মজিবুর রহমান বাদী হয়ে নান্দাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডে সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, জানতে গ্রেপ্তারকৃত আসামি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এর আগে মঙ্গলবার সকাল ১০টায় আবুল হাসানকে নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফুলতলা গ্রামের চাঁন মিয়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে ফজলুল হকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২১ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২৩ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২৪ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫