Ajker Patrika

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন শিক্ষকের

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ২২
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন শিক্ষকের

নান্দাইলে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কূলধুরুয়া গ্রামে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাকিল মাহমুদ ওই মাদ্রাসার প্রধান শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রের অভিযোগ, রাতে ছাত্রদের দিয়ে ওই শিক্ষক শরীর ম্যাসাজ করাতেন। একই ছাত্র দিয়ে যৌন চাহিদাও মেটাতেন শিক্ষক। তাঁর হাতে প্রতি মাসে একেকজন ছাত্র যৌন নির্যাতনের শিকার হতেন। এ ছাড়া সব সময় ছাত্রদের নজরে রাখতেন, যাতে কেউ মুখ খুলতে না পারে।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্র গত রোববার শিক্ষক শাকিল মাহমুদ তামীমের বেড়াতে যাওয়ার সুযোগে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মায়ের কাছে মুহতামিমের বিকৃত যৌনাচারের কথা জানায়। পরে গত সোমবার সন্ধ্যায় ওই ছাত্র তার মাকে নিয়ে নান্দাইল মডেল থানায় বিচার চাইতে যান। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ছাত্র পুলিশকে জানায়, শিক্ষক শাকিল মাহমুদ প্রায়ই ছাত্রদের সঙ্গে যৌনাচার করত। ২০-২৫ জন ছাত্রের সঙ্গে এমন কাজ করেছে। ছাত্ররা যাতে কাউকে না বলতে পারে, সে জন্য ছাত্রদের নজরে রাখতেন। মাদ্রাসার বাইরে গেলেও হুজুরের অনুমতি নিয়ে যেতে হতো।

স্থানীয় বাসিন্দা মো. শরিফ হাসান বলেন, ‘মাদ্রাসায় এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড হবে, তা খুবই দুঃখজনক। তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে কথা বলতে চাইলেও অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক থাকায় তা সম্ভব হয়। তার সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ছাত্র তার মাকে নিয়ে থানায় অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত