Ajker Patrika

নান্দাইলে অটোরিকশার চাপায় শিশু নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে অটোরিকশার চাপায় শিশু নিহত

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার চাপায় মুজাহিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ একই ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। 

জানা যায়, মুজাহিদকে সঙ্গে নিয়ে তার মা পারভীন আক্তার যত্ন প্রকল্পের টাকা তুলতে যায়। অটোরিকশায় করে জাহাঙ্গীরপুর সীডস্টোর চৌরাস্তা বাজারে যাওয়া মাত্রই মুজাহিদ পড়ে যায়। এ সময় অটোরিকশার চাপায় সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুজাহিদকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শিশুর মা যত্ন প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালক ইয়াসিন (১৮) আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে। সে রায়পাশা গ্রামের হাবিবের ছেলে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত