দাম কম, হলুদ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লাল মাটিতে হলুদের চাষ বেশি হয়। এর মধ্যে কালাদহ, রাঙ্গামাটিয়া, নাওগাঁও, বাকতা ইউনিয়নে উৎপাদিত হলুদের সুনাম সারা দেশে। তবে হলুদের দাম কম থাকায় চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। গত কয়েক বছর হলুদের দরপতন নিয়ে অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন।