কৃষি মন্ত্রণালয়ের হাজার কোটির সম্পত্তি বেহাত
রাজধানীসংলগ্ন সাভার উপজেলায় সোবহানবাগ হর্টিকালচার সেন্টারের ১৩ দশমিক ২১ একর জমির মধ্যে ৭ দশমিক ৪৯ একর নিয়ে ১১টি মামলা চলছে। আর ২ দশমিক ৬৫ একর জমিতে বসতঘরসহ স্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন দখলদারেরা। খোঁজ নিয়ে জানা যায়, ওই সেন্টারের আশপাশে প্রতি শতক জমির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।