সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে মারধর করে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতিসহ তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গতকাল রোববার রাতে দম্পতিকে এবং আজ দুপুরে তাঁদের সহযোগীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার সোহরাব শেখের ছেলে সুমন শেখ (৪৫), তাঁর স্ত্রী মোছা. রত্না বেগম (৩৮) ও তাঁদের সহযোগী রাইতুল ইসলাম মুন্সী (২২)।
এ ঘটনায় ভুক্তভোগী হলেন নান্নু মিয়া (২৫)। তাঁর বাড়ি দিনাজপুরে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার একটি ক্যাপ কারখানায় চাকরি করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই রাজু আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমান কারখানায় চাকরি পাওয়ার আগে বেশ কিছুদিন কর্মহীন ছিলেন ভুক্তভোগী নান্নু মিয়া। এ সময় সুমন শেখের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতা তৈরি হয়। এরই জেরে গতকাল রোববার নান্নু মিয়াকে কৌশলে নিজের বাসায় ডেকে নেন সুমন শেখ। দুই দফা মারধর করার পর সুমন শেখ তাঁর স্ত্রীকে নান্নুর পুরুষাঙ্গ কাটতে বলেন। পরে গ্রেপ্তার হওয়া রাইতুল নান্নুর পা চেপে ধরে রাখেন এবং রত্না বেগম নান্নুর পুরুষাঙ্গ কেটে দেন।
একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নান্নু মিয়াকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন সুমন শেখ। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর খান আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে প্রথমে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তিনি স্বামীর নির্দেশে নান্নুর পুরুষাঙ্গ কেটেছেন।
ওসি আরও বলেন, আজ সকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত রাইতুল মুন্সীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও স্বীকার করেছেন, পুরুষাঙ্গ কাটার সময় তিনি পা ধরে রেখেছিলেন। তাঁদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে মারধর করে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতিসহ তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গতকাল রোববার রাতে দম্পতিকে এবং আজ দুপুরে তাঁদের সহযোগীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার সোহরাব শেখের ছেলে সুমন শেখ (৪৫), তাঁর স্ত্রী মোছা. রত্না বেগম (৩৮) ও তাঁদের সহযোগী রাইতুল ইসলাম মুন্সী (২২)।
এ ঘটনায় ভুক্তভোগী হলেন নান্নু মিয়া (২৫)। তাঁর বাড়ি দিনাজপুরে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার একটি ক্যাপ কারখানায় চাকরি করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই রাজু আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমান কারখানায় চাকরি পাওয়ার আগে বেশ কিছুদিন কর্মহীন ছিলেন ভুক্তভোগী নান্নু মিয়া। এ সময় সুমন শেখের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতা তৈরি হয়। এরই জেরে গতকাল রোববার নান্নু মিয়াকে কৌশলে নিজের বাসায় ডেকে নেন সুমন শেখ। দুই দফা মারধর করার পর সুমন শেখ তাঁর স্ত্রীকে নান্নুর পুরুষাঙ্গ কাটতে বলেন। পরে গ্রেপ্তার হওয়া রাইতুল নান্নুর পা চেপে ধরে রাখেন এবং রত্না বেগম নান্নুর পুরুষাঙ্গ কেটে দেন।
একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নান্নু মিয়াকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন সুমন শেখ। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর খান আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে প্রথমে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তিনি স্বামীর নির্দেশে নান্নুর পুরুষাঙ্গ কেটেছেন।
ওসি আরও বলেন, আজ সকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত রাইতুল মুন্সীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও স্বীকার করেছেন, পুরুষাঙ্গ কাটার সময় তিনি পা ধরে রেখেছিলেন। তাঁদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
নদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
১২ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
১৮ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
২ ঘণ্টা আগে