শুঁটকির খটিতে পুড়ছে কাঠ ধোঁয়ায় বিপন্ন পরিবেশ
শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মীরগাং, মহিন্দ্রশীল ও বিলাটি এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে শুঁটকি তৈরির খটি। আর এসব খটিতে দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ। অনুমোদনহীন এসব শুঁটকির খটিতে কাঠ পোড়ানোর কারণে কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে।