Ajker Patrika

সালিসি বৈঠক শেষেই সংঘর্ষ, নিহত ১ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২০: ১৯
সালিসি বৈঠক শেষেই সংঘর্ষ, নিহত ১ 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামে বিবদমান দুপক্ষের সংঘর্ষে মো. রহমত মল্লিক নামের (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সিরাজপুর বাজারে এ ঘটনা ঘটে। রহমত মল্লিক উপজেলার দেরাজতুল্লাহ মল্লিকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক সালিসি বৈঠক শেষে দুপক্ষ পুনরায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর সূত্র ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১২-১৪ ব্যক্তি আহত হয়ে শ্যামনগর হাসপাতালে ভর্তি হন। একপর্যায়ে রাত ১২টার দিকে মো. রহমত আলীর মৃত্যুর কথা নিশ্চিত করেন চিকিৎসকেরা। ভুরুলিয়া ইউনিয়নের একটি সরকারি খালের পানি নিয়ে বিরোধের সূত্র ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় রহমত মল্লিকের ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন। এরই মধ্যে পুলিশ আবদুল হামিদ ও নজরুল রহমান নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা ভুরুলিয়া ইউনিয়নের কুলটুপুর গ্রামের লুৎফর রহমান ও হরিনাগাড়ী গৌরিপুর গ্রামের ইমাম মল্লিকের ছেলে। তবে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘর্ষের ঘটনায় জড়িত নন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শ্রীফলতলা মধুসূদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে সরকারি মালিকানাধীন ওই খালের পানি ব্যবহার করে স্থানীয় শতাধিক কৃষক আশপাশের জমিতে বোরা ধানের চাষাবাদ করেন। সরকারি ওই খালের পানি ব্যবহার নিয়ে প্রতিবছর বোরো মৌসুমের শুরুতে দুই গ্রামের কৃষকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এবারের বোরো মৌসুমের শুরুতে বরাবরের মতো দুই গ্রামের কৃষকদের মধ্যে খালের পানি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষ স্থানীয় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি শুক্রবার বিকেলে সিরাজপুর বাজারে মীমাংসা বৈঠকে দুপক্ষকে হাজির হওয়ার কথা জানিয়ে দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে দুপক্ষের উপস্থিতিতে সিরাজপুর বাজারে সরকারি ওই খালের পানি নিয়ে দুপক্ষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়। বৈঠক শেষে চেয়ারম্যানসহ অন্যরা ঘটনাস্থল ত্যাগ করার আগে মধুসূদনপুর গ্রামের নুরালী গাজীর ছেলে শরিফুল ইসলাম, সফিকুল ইসলামসহ তাঁদের লোকজন খালের ইজারাদার হরিনাগাড়ী গৌরীপুর গ্রামের সিরাজুল ইসলামর ওপর চড়াও হয়। এ সময় সিরাজুল ইসলামের ভাইয়ের সঙ্গে থাকা কৃষকেরা ইজারাদার সিরাজুলকে উদ্ধারে এগিয়ে গেলে সংঘর্ষ বাধে। 

একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মিয়ারাজ, আকরাম, দেলোয়ার, সিরাজুল, রেজাউল ইসলাম, আইয়ুব আলী, সাইফুল, জামাত আলীসহ ১২-১৪ ব্যক্তি আহত হন। তাঁদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে খালের ইজারাদার সিরাজুলের ভাই রহমত মারা যান। 

সরকারি ওই খালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আহত সফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানের নির্দেশে বৈঠকে অংশ নেওয়ার একপর্যায়ে সিরাজুল ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০-১২ ব্যক্তি আহত হন। 

নিহত ব্যক্তির ভাই মিজানুর রহমান বলেন, বৈঠক শেষে সফিকুল ও তাঁর লোকজন উত্তেজিত হয়ে হরিনাগাড়ী গৌরীপুর এলাকার লোকজনকে মারধর শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের কয়েকজনকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর তাঁর ভাইয়ের মৃত্যু হয়। 

ভুরুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন, বিবদমান দুপক্ষের ঝামেলা মীমাংসা করার পর হঠাৎ তারা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন আহত হন। পরে তাঁদের একজনের মৃত্যু হয়। 

এ বিষয়ে ভুরুলিয়া ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, খালের পানি নিয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সমস্যা সমাধানের পর বাগ্‌বিতণ্ডার জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাঁদের কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর রহমত আলীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, সিরাজপুর বাজারের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর পর একটি মামলা হয়েছে। এরই মধ্যে ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত