কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু
দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা হিসেবে এবার মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু করল সরকার। আজ রোববার প্রথম দিনে ১২ থেকে ১৭ বছর বয়সী ৫শ শিশু শিক্ষার্থীকে দেওয়া হবে টিকা। এ ছাড়া ১৭ এর বেশি আরও একশ শিক্ষার্থী টিকা পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফাইজারের টিকা।