১৩ ইউপিতে শক্ত বিদ্রোহী ও স্বতন্ত্ররা
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। এ দিনে যশোরের মনিরামপুরে ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও আট ইউনিয়নে রয়ে গেছেন নৌকার বিদ্রোহী প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কাছে তাঁরা এখন গলার কাঁটা।