Ajker Patrika

সুবর্ণজয়ন্তীর কুইজে জেলার শ্রেষ্ঠ সুভা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০: ৩৮
সুবর্ণজয়ন্তীর  কুইজে জেলার  শ্রেষ্ঠ সুভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মনিরামপুরের মেয়ে তাসনিম সুভা। গত বৃহস্পতিবার যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে।

সুভা শিক্ষক দম্পতি মোহাম্মদ বাবুল আকতার ও সামচ্ছুন্নাহারের মেয়ে। সে মনিরামপুরের বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তাঁর শ্রেণি রোল নম্বর ১। এর আগে গত সোমবার কুইজ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়ে পুরস্কার জিতেছে সুভা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সম্প্রতি প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলোতে কুইজ, চিত্রাঙ্কন, সংগীত, নিত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মনিরামপুরের ১৭টি ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রথম পর্যায়ে এ পাঁচ ক্যাটাগরিতে প্রতি ইউনিয়ন থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হয়। সুভা কুইজ প্রতিযোগিতায় পৌরসভায় প্রথম হয়। এরপর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জেলায় অংশ নেয় সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত