Ajker Patrika

শৌচাগারের পানি ছাপিয়ে ওয়ার্ডে

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ১৭
শৌচাগারের পানি ছাপিয়ে ওয়ার্ডে

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও শিশু ওয়ার্ড রোগীদের অবস্থানের অনুপযোগী হয়ে উঠেছে। শৌচাগারে ব্যবহৃত নোংরা পানি উপচে ওয়ার্ডে প্রবেশ করছে। ওয়ার্ডের ২-৩টি শয্যার নিচ পর্যন্ত পানি গড়িয়ে এসেছে।

এক সপ্তাহ ধরে পুরুষ ওয়ার্ডে ঢুকছে এই নোংরা পানি। আর শিশু ওয়ার্ডে শৌচাগারের ময়লা ও পানি উপচে পড়ছে ২-৩ মাসেরও বেশি সময় ধরে। বাধ্য হয়েই এমন অবস্থায় রোগী ও তাঁদের স্বজনদের থাকতে হচ্ছে ওয়ার্ড দুটিতে।

দীর্ঘদিন রোগীরা এমন দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে কোনো ভূমিকা নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের। গতকাল বুধবার বিকেলে সরেজমিন হাসপাতালে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে।

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী তপু হাজরার মা মিনু হাজরা বলেন, ‘পাঁচ দিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। এখানে আসার পর থেকে দেখছি বাথরুমের পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে।’

একই ওয়ার্ডের রোগী আবুল কাশেম বলেন, ‘তিন দিন আগে হাসপাতালে আইছি। তখন থেকে দেখছি বাথরুমের পানি নিচের দিকে যাচ্ছে না। সব পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে। কেউ পরিষ্কার করছে না।’

রোগীদের অভিযোগ, পুরুষ ওয়ার্ডের দুটি শৌচাগারের মধ্যে একটি নষ্ট। গোসলের পানিও পাইপ দিয়ে নিচে যাচ্ছে না।

এ ওয়ার্ডে দায়িত্বরত আয়া অলোকা রানী বলেন, ‘টয়লেটের পানি পাইপ দিয়ে নিচে নামে না। আগেও এমন হচ্ছিল। আমরা ঠিক করেছি। এখন ৫-৬ দিন ধরে একই সমস্যা।’

হাসপাতালে শিশু ওয়ার্ডে দায়িত্বরত আয়া আনোয়ারা বেগম বলেন, ‘বহুদিন ধরে এ সমস্যা। ময়লার জন্য রোগীরা টয়লেট ও গোসলখানায় যেতে পারেন না।’

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা ঝর্ণা খাতুন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু বলেন, ‘একজন নার্স আমাকে বিষয়টি জানিয়েছেন। আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী নেই। পৌরসভার লোক এনে টয়লেট পরিষ্কার করাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত