Ajker Patrika

হাট উচ্ছেদে বিপাকে দোকানি

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৩২
হাট উচ্ছেদে বিপাকে দোকানি

যশোরের মনিরামপুরের পলাশী মোড়ে মাছ ও সবজির দোকানঘর উচ্ছেদ করেছে প্রশাসন।

গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, রোহিতা ইউপির সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি উপস্থিত ছিলেন।

পলাশী মোড়ের দুটি পাকা সড়কের পাশে গড়ে ওঠা দোকানের সংখ্যা ছিল প্রায় অর্ধশত। সেখানে খুঁটির ওপর চালা দিয়ে সপ্তাহে তিন দিন সকাল-সন্ধ্যা সবজি ও মাছ বিক্রেতারা বসতেন।

অনুমোদনহীন হাট বসানোয় উচ্ছেদ অভিযান চলেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ইউএনও সৈয়দ জাকির হাসান।

এদিকে উচ্ছেদের ফলে অর্ধশত দোকানি জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দোকানিদের অভিযোগ, পলাশী মোড়ের কাছে গোয়ালদহ হাটের ইজারাদারের অত্যাচার সইতে না পেরে তাঁরা এ মোড়ে দোকান বসিয়েছিলেন। এখন তাঁদের কোথাও সরে যাওয়ার সুযোগ নেই। কীভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না তাঁরা।

জানা গেছে, উচ্ছেদ হওয়া দোকানিদের বাড়ি মনিরামপুর উপজেলায়। আগে তাঁরা যশোর সদর উপজেলার গোয়ালদহ হাটে দোকান নিয়ে বসতেন।

আশপাশের হাটগুলোতে হাটপ্রতি ১০-১৫ টাকা খাজনা দিতে হলেও এ হাটে ছিল ভিন্ন। এ হাটের ইজারাদার ইয়াসিন এসব দোকানিদের নানাভাবে হয়রানি করতেন।

বেচা–কেনা না হলেও হাটপ্রতি ইজারাদারকে ১৫০-২০০ টাকা দিতে হতো তাঁদের। এ কারণে গোয়ালদহ হাট ছেড়ে তাঁরা সপ্তাহে শনি, সোম ও বুধবার পলাশি মোড়ে পাকা সড়কের দুধারে দোকান বসাতে শুরু করেন।

প্রায় এক বছর আগে পলাশী মোড়ে হাট বসা শুরু হয়। ধীরে ধীরে হাটে দোকান সংখ্যা বাড়তে থাকে। পলাশী, রাজবাড়ি, এড়েন্দা ও রোহিতা এলাকার অর্ধশত দোকানি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি ও মাছ বিক্রি করতেন।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন, ‘পলাশী মোড়ে হাটের কোনো অনুমোদন নেই। হাট বসাতে গেলে সরকারি জমি লাগে। হাটের ইজারা হয়। এখানে সেসব ছিল না। এ মোড়ের সবজি ও মাছ বিক্রেতারা আগে গোয়ালদহ বাজারে বসতেন। তাঁরা সেখানে নির্যাতিত হওয়ায় রাগ করে এ মোড়ে হাট বসিয়েছেন বলে জানতে পেরেছি।’

সচিব বলেন, ‘এতে গোয়ালদহ বাজারের ইজারাদার ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। দুই মাস আগে ইউএনও আমাকে পলাশী মোড়ে পাঠিয়েছিলেন। আমি দোকানিদের চাল খুলে সরে যেতে বলেছি। তাঁরা সরে না যাওয়ায় ইউএনও ও এসিল্যান্ড উপস্থিত থেকে হাট উচ্ছেদ করে দিয়েছেন।’

পলাশী মোড়ের মাছ বিক্রেতা আব্দুল কাদের বলেন, ‘উচ্ছেদ করে দেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। গোয়ালদহ বাজারে নির্যাতন সইতে না পেরে এখানে এসে হাট বসাইছি। আর গোয়ালদহ বাজারে ফিরে যাব না। প্রয়োজনে মাঠে কাজ করে খাব।’

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানবলেন, ‘এসব বিষয়ে আমি কথা বলব না। ডিসি স্যারের অর্ডারে এটা করেছি।’০–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত