৯ মাস ধরে বেহাল সড়ক
যশোরের মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙা থেকে হাজিরহাট পর্যন্ত সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে গত মার্চে। তবে সংস্কারের এক মাস না যেতেই সড়কের পাঁচ থেকে ছয় জায়গা দেবে গেছে। কয়েকটি স্থান দেবে পুকুরের কাছে গিয়ে মিলেছে। উপজেলার সবচেয়ে ভালো এই সড়কটিই বেহাল পড়ে আছে নয় মাস। সড়ক দেবে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত