যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদামে পচানো সেই ৬৮ মণ ১০ কেজি (২ হাজার ৭৩০ কেজি) চালের মধ্যে ২৭ মণ ছাড়া বাকি চাল বিতরণযোগ্য বলে জানিয়েছে প্রশাসন। আর একেবারেই নষ্ট হওয়ায় বাদ দেওয়া ২৭ মণ চাল কিনে ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত ইউপির বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুল হককে।
করোনাকালে দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করায় নষ্ট হয় এসব চাল।
গত বৃহস্পতিবার ট্যাগ অফিসার (ইউএনওর প্রতিনিধি), বর্তমান চেয়ারম্যান আব্দুল হক, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, পরিষদের সচিব মৃণালকান্তি সরকার ও স্থানীয় গণ্যমান্যদের সামনে এ চাল বাছাই করা হয়।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ট্যাগ অফিসার আজহারুল ইসলাম বলেন, ‘সবার উপস্থিতিতে গুদামজাত করা ৫৫ বস্তা চাল পরিষদের বারান্দায় ঢালা হয়েছে। এরপর নষ্ট হওয়া চাল বাছাই করা হয়েছে। এ চাল চেয়ারম্যান আব্দুল হক কিনে দেবেন। এর পর
তালিকা করে চাল বিতরণ করা হবে।’
খেদাপাড়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘১ হাজার ৮০ কেজি (২৭ মণ) চাল বাদ গেছে। বাকি চাল ভালো আছে।’
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃণালকান্তি সরকার বলেন, ‘১০ কেজি করে ২৭৩ জন এ চাল পাবেন। তালিকা প্রস্তুতি নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। তালিকা প্রস্তুত করতে পারলে চাল বিতরণ করা হবে।’
এর আগে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে গরিবের চাল পচানো নিয়ে গত ৩১ অক্টোবর আকজের পত্রিকায় ‘গুদামে পচছে সরকারি চার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পরপরই ইউপি চেয়ারম্যান ও সচিব কোনো তালিকা তৈরি করা ছাড়াই এলাকার কয়েক শ মানুষকে জড়ো করে সেই পচা চাল বিতরণের চেষ্টা করেন। অভিযোগ পেয়ে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান পরিষদে হাজির হয়ে ৫৫ চাল জব্দ করেন।
গত জুলাই মাসে করোনাকালীন দুস্থদের মাঝে বিতরণের জন্য মনিরামপুর উপজেলার সব চেয়ারম্যানদের চাল বরাদ্দ দেয় সরকার। গত আগস্ট মাসের প্রথম ও শেষ সপ্তাহে দুই ধাপে ৫৫ বস্তা চাল তোলেন খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল হক। পরে চাল বিতরণ না করে পরিষদের গুদামে রেখে দেন তিনি। ওই পরিষদের সচিব মৃণালকান্তিও চাল বিতরণে উদ্যোগী হননি। ফলে বাতাস লেগে চালে পচন ধরে।
কয়েক দফায় করোনার চাল পচানো নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। চাল বিতরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন সদ্য পরাজিত চেয়ারম্যান এস এম আব্দুল হক। আবেদনের পর চাল বিতরণের অনুমতি পেয়েছেন তিনি।
যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদামে পচানো সেই ৬৮ মণ ১০ কেজি (২ হাজার ৭৩০ কেজি) চালের মধ্যে ২৭ মণ ছাড়া বাকি চাল বিতরণযোগ্য বলে জানিয়েছে প্রশাসন। আর একেবারেই নষ্ট হওয়ায় বাদ দেওয়া ২৭ মণ চাল কিনে ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত ইউপির বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুল হককে।
করোনাকালে দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করায় নষ্ট হয় এসব চাল।
গত বৃহস্পতিবার ট্যাগ অফিসার (ইউএনওর প্রতিনিধি), বর্তমান চেয়ারম্যান আব্দুল হক, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, পরিষদের সচিব মৃণালকান্তি সরকার ও স্থানীয় গণ্যমান্যদের সামনে এ চাল বাছাই করা হয়।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ট্যাগ অফিসার আজহারুল ইসলাম বলেন, ‘সবার উপস্থিতিতে গুদামজাত করা ৫৫ বস্তা চাল পরিষদের বারান্দায় ঢালা হয়েছে। এরপর নষ্ট হওয়া চাল বাছাই করা হয়েছে। এ চাল চেয়ারম্যান আব্দুল হক কিনে দেবেন। এর পর
তালিকা করে চাল বিতরণ করা হবে।’
খেদাপাড়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘১ হাজার ৮০ কেজি (২৭ মণ) চাল বাদ গেছে। বাকি চাল ভালো আছে।’
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃণালকান্তি সরকার বলেন, ‘১০ কেজি করে ২৭৩ জন এ চাল পাবেন। তালিকা প্রস্তুতি নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। তালিকা প্রস্তুত করতে পারলে চাল বিতরণ করা হবে।’
এর আগে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে গরিবের চাল পচানো নিয়ে গত ৩১ অক্টোবর আকজের পত্রিকায় ‘গুদামে পচছে সরকারি চার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পরপরই ইউপি চেয়ারম্যান ও সচিব কোনো তালিকা তৈরি করা ছাড়াই এলাকার কয়েক শ মানুষকে জড়ো করে সেই পচা চাল বিতরণের চেষ্টা করেন। অভিযোগ পেয়ে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান পরিষদে হাজির হয়ে ৫৫ চাল জব্দ করেন।
গত জুলাই মাসে করোনাকালীন দুস্থদের মাঝে বিতরণের জন্য মনিরামপুর উপজেলার সব চেয়ারম্যানদের চাল বরাদ্দ দেয় সরকার। গত আগস্ট মাসের প্রথম ও শেষ সপ্তাহে দুই ধাপে ৫৫ বস্তা চাল তোলেন খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল হক। পরে চাল বিতরণ না করে পরিষদের গুদামে রেখে দেন তিনি। ওই পরিষদের সচিব মৃণালকান্তিও চাল বিতরণে উদ্যোগী হননি। ফলে বাতাস লেগে চালে পচন ধরে।
কয়েক দফায় করোনার চাল পচানো নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। চাল বিতরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন সদ্য পরাজিত চেয়ারম্যান এস এম আব্দুল হক। আবেদনের পর চাল বিতরণের অনুমতি পেয়েছেন তিনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫