হাবুর ঘটি গরম ভাজা
দীর্ঘ ২৫ বছর ধরে খুলনা , যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় ঘটি গরম বিক্রি করছেন হাবু বিশ্বাস (৫২)। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ডের পাশে। পিতার নাম শফি বিশ্বাস। ঘটি গরম বিক্রি করে সংসার চলে তাঁর। এলাকাজুড়ে ঘটি গরম/হাবু ভাজা নামেই পরিচিত।