Ajker Patrika

১০ লাখ টাকার ক্ষতি দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৫৮
১০ লাখ টাকার ক্ষতি দাবি

সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত থানার সংবাদ দিলে তালার উপপরিদর্শক প্রীতিশ রায় ঘটনাস্থলে পৌঁছে তাঁর নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সবুজ নামে এক ব্যবসায়ী দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, ‘আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেল।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত