প্রতিনিধি
(তালা) সাতক্ষীরা: তালা উপজেলায় দুই সপ্তাহে ৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। সে হিসাবে উপজেলায় করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপসচিব-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তাঁর স্ত্রী সুতপা রাহা। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের করোনা শনাক্ত হয়।
এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলাব্যাপী এই লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটার সময় দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, আজ ২৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।
(তালা) সাতক্ষীরা: তালা উপজেলায় দুই সপ্তাহে ৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। সে হিসাবে উপজেলায় করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেন।
করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপসচিব-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তাঁর স্ত্রী সুতপা রাহা। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের করোনা শনাক্ত হয়।
এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলাব্যাপী এই লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটার সময় দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, আজ ২৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৩ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে