Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় গরম পানিতে বাদাম বিক্রেতার মুখ ঝলসে দিলেন পরাজিত মেম্বার প্রার্থী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়ায় গরম পানিতে বাদাম বিক্রেতার মুখ ঝলসে দিলেন পরাজিত মেম্বার প্রার্থী

সাতক্ষীরার তালায় পরাজিত ইউপি সদস্য আতাউর বিশ্বাসের কাছে পাওনা টাকা চাওয়ায় এক বাদাম বিক্রেতাকে গরম পানিতে মুখ মণ্ডল ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত বাদাম বিক্রেতা শহিদ বিশ্বাস (৩০) তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শহিদ বিশ্বাস জাতপুর গ্রামের ওদুত বিশ্বাসের ছেলে।

শহিদ বিশ্বাস বলেন, ফেরি করে বাদাম বেঁচেই সংসার চালান তিনি। গত ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের দিন তিনি ভোট কেন্দ্রে বাদাম বিক্রি করতে যান। এ সময় কেন্দ্রের সামনে থেকে ইউপি সদস্য প্রার্থী আতাউর বিশ্বাস তাঁর দোকান থেকে ২ হাজার টাকার বাদাম কিনে ভোটারদের মাঝে বিতরণ করেন। পরে টাকা না দিয়েই ভোট কেন্দ্র ত্যাগ করে আতাউর। মঙ্গলবার সন্ধ্যায় জাতপুর বাজারে চা দোকানে আতাউর বিশ্বাসের কাছে টাকা চাইলে তিনি ক্ষেপে গিয়ে চায়ের ফুটন্ত পানি ছুড়ে মারে শহিদ বিশ্বাসের গায়ে। এ সময় তার মুখমণ্ডল ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অভিযুক্ত আতাউর বিশ্বাস জানান, 'সে অশ্লীল ভাষায়, টাকা চাওয়ায় তাকে জগ ছুড়ে মারি, জগে গরম পানি ছিল তা আমার মনে ছিল না।'

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, 'এ বিষয়ে কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত