ক্ষুদ্র ঋণের নামে চলছে প্রতারণা, গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা পিডো
`চার বছর আগে সন্তান পেটে থাকতে আমি তিন লাখ টাকা সঞ্চয় করি পিডোতে (পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থায়)। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তখন জমি ও গরু বিক্রি করে টাকা দিয়েছিলাম তাদের কাছে। স্ট্যাম্পে লিখিত দিয়েছিল তারা, দ্বিগুণ লাভ দিবে। কিন্তু তারা এখন নেই। অফিসে তালা ঝোলানো। আমি কি করব এখন? ' অশ্রুসিক