যশোর প্রতিনিধি
যশোর সদর হাসপাতালে ছেলেসন্তান প্রসব করেন আমেনা আশরাফী নিঝুম (১৯)। এক দিন পর ওই সন্তানের বাবা হিসেবে দুজন দাবি করেন। একপর্যায়ে গতকাল বুধবার দুপুরে দুই দিনের সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান নিঝুম। সে মাগুরার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত আইয়ুব হোসেনের মেয়ে।
এ বিষয়ে নিঝুমের চাচা মো. শাহ আলম বলেন, ২০২০ সালে নিঝুমের সঙ্গে ভোলার ইব্রাহিম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পরপরই গর্ভবতী হন নিঝুম। এ অবস্থায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে গত মঙ্গলবার জানতে পারি নিঝুম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিনই পরিবারের লোকজন হাসপাতালে গেলে জানতে পারেন গত সোমবার ছেলেসন্তানের জন্ম দিয়েছে। এ সময় নিঝুমকে বাড়ি নিয়ে যেতে চাইলে পরদিনই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।
নিঝুমের চাচা আরও বলেন, মাগুরার স্টেডিয়ামপাড়ার সাকিবুর রহমানের ছেলে শাহীন দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে সে জমিজমার লোভ দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর নিঝুমকে নিয়ে পালিয়ে যায়।
নিঝুমের মা আসমা খাতুন বলেন, ‘মেয়ের খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এ সময় শাহীন আমাকে ও সদ্যোজাত শিশুকে হত্যার হুমকি দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের একজন সেবিকা বলেন, ‘গত বুধবার দুজন ব্যক্তি ওই সন্তানের বাবা দাবি করে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় আমরা হাসপাতালে কর্তব্যরত পুলিশে খবর দিই।’
এ নিয়ে উপসহকারী পুলিশ পরিদর্শক এনাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আসার আগেই শাহীন ও নিঝুম পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ পরিদর্শক আরও বলেন, মাগুরা সদর থানায় এ-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই এ ব্যাপারে সেখানকার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
যশোর সদর হাসপাতালে ছেলেসন্তান প্রসব করেন আমেনা আশরাফী নিঝুম (১৯)। এক দিন পর ওই সন্তানের বাবা হিসেবে দুজন দাবি করেন। একপর্যায়ে গতকাল বুধবার দুপুরে দুই দিনের সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান নিঝুম। সে মাগুরার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত আইয়ুব হোসেনের মেয়ে।
এ বিষয়ে নিঝুমের চাচা মো. শাহ আলম বলেন, ২০২০ সালে নিঝুমের সঙ্গে ভোলার ইব্রাহিম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পরপরই গর্ভবতী হন নিঝুম। এ অবস্থায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে গত মঙ্গলবার জানতে পারি নিঝুম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিনই পরিবারের লোকজন হাসপাতালে গেলে জানতে পারেন গত সোমবার ছেলেসন্তানের জন্ম দিয়েছে। এ সময় নিঝুমকে বাড়ি নিয়ে যেতে চাইলে পরদিনই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।
নিঝুমের চাচা আরও বলেন, মাগুরার স্টেডিয়ামপাড়ার সাকিবুর রহমানের ছেলে শাহীন দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে সে জমিজমার লোভ দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর নিঝুমকে নিয়ে পালিয়ে যায়।
নিঝুমের মা আসমা খাতুন বলেন, ‘মেয়ের খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এ সময় শাহীন আমাকে ও সদ্যোজাত শিশুকে হত্যার হুমকি দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের একজন সেবিকা বলেন, ‘গত বুধবার দুজন ব্যক্তি ওই সন্তানের বাবা দাবি করে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় আমরা হাসপাতালে কর্তব্যরত পুলিশে খবর দিই।’
এ নিয়ে উপসহকারী পুলিশ পরিদর্শক এনাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আসার আগেই শাহীন ও নিঝুম পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ পরিদর্শক আরও বলেন, মাগুরা সদর থানায় এ-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই এ ব্যাপারে সেখানকার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে