নারায়ণগঞ্জে কামাল হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী গুতিয়াব এলাকার মাহবুব রহমান (৫৫), সবুজ (৪২), শরীফ (৩০), পারভেজ (৩৬), আসাদুল্লাহ (৩৩), সাদ্দাম (৩৬)। তাঁদের মধ্যে শরীফ ও সাদ্দাম পলাতক রয়েছেন। বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।