Ajker Patrika

রূপগঞ্জে বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৭
রূপগঞ্জে বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার ভোরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জাহানারা বেগম ও তাঁর স্বামী শামীম মিয়া। তাঁরা স্থানীয় আবু মুসার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে আবু মুসা মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান। সেখান থেকে শামীম মিয়া ও জাহানারা বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই আমরা পরিদর্শন করেছি। দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ বা আগুনের সূত্রপাত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত