Ajker Patrika

রিশাদের ঘূর্ণির পর তানজিদ তামিমের ঝড়, জিতলেন মাশরাফিরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৯: ৪৯
রিশাদের ঘূর্ণির পর তানজিদ তামিমের ঝড়, জিতলেন মাশরাফিরাও

ইনিংসে ৫ উইকেট রিশাদ হোসেন এর আগেও পেয়েছেন। তবে সেটা প্রথম শ্রেণির ক্রিকেটে। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটেও প্রথমবারের মতো ইনিংসে নিলেন ৫ উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জার্সিতে করেছেন এমন কীর্তি।

রিশাদের ঘূর্ণি জাদুর দিনে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। ২৪ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৪১ রান। শেষ পর্যন্ত রিশাদের ঘূর্ণি জাদু, তানজিদ তামিমের ঝড় সবকিছুই ব্যর্থ হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুরকে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। রিশাদ, তানজিদ তামিমের হতাশার দিনে জিতেছেন মাশরাফি বিন মর্তুজা। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ পেয়েছে ৭ উইকেটের জয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্স অধিনায়ক মনির হোসেন। সাবধানী শুরু করেন ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলি ও আব্দুল মজিদ। ১৩.৩ ওভারে তাঁরা যোগ করেন ৪৫ রান। ১৪ তম ওভারের চতুর্থ বলে রহমতউল্লাহকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রিশাদ। ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২০ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকিরুল আহমেদ জেম। তবে তিনি করেছেন ৪ বলে ১ রান। ১৫ তম ওভারের তৃতীয় বলে জেমকে বোল্ড করেন আরাফাত সানি।

টপ অর্ডারের দুই ব্যাটার রহমতউল্লাহ ও জেমের উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শাকিল হোসেন। বরাবরের মতো ব্রাদার্স রান তুলতে থাকে ধীরগতিতে। ব্রাদার্স উইকেটরক্ষক ব্যাটার শাকিল ২০ বলে করেন ৮ রান। ২১ তম ওভারের শেষ বলে রানআউটের ফাঁদে কাটা পড়েন শাকিল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২১ ওভারে ৩ উইকেটে ৬১ রান। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান। মাহমুদুলকে নিয়ে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মজিদ। ৪২ তম ওভারের তৃতীয় বলে মাহমুদুলকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ৫৫ বলে ৩ চারে ৩৬ রান করেন মাহমুদুল।

একপ্রান্ত ধরে খেলতে থাকা মজিদ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পাননি। ১৩৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় মজিদ করেন ৯৫ রান। ৪৩ তম ওভারের তৃতীয় বলে মজিদকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সানি। মাহমুদুল, মজিদ দুই ব্যাটারের উইকেট হারিয়ে ব্রাদার্সের স্কোর হয়ে যায় ৪২.৩ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। এখানেই শুরু হয় রিশাদের ঘূর্ণি জাদুর খেল। মেরাজ মাহবুব নিলয়, আসিফ আহমেদ রাতুল, মনির—দ্রুত তিন ব্যাটারকে ফিরিয়ে নেন ৫ উইকেট। যার মধ্যে রাতুল, মনিরের উইকেট রিশাদ নিয়েছেন ৪৭ তম ওভারের প্রথম ও তৃতীয় বলে। মুহূর্তেই ব্রাদার্সের স্কোর হয়ে যায় ৪৬.৩ ওভারে ৮ উইকেটে ১৯১ রান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে ছয় নম্বরে নামা রাহাতুল ফেরদৌস শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান করে ব্রাদার্স ইউনিয়ন।

ডিপিএলে জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন।রান তাড়া করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তোলে শাইনপুকুর। ৪.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শাইনপুকুরের দুই ওপেনার তানজিদ তামিম ও খালিদ হাসান। ৫ম ওভারের শেষ বলে খালিদকে ফিরিয়ে জুটি ভাঙেন রাতুল। ১৫ বলে ২ চারে ১১ রান করেন খালিদ। খালিদ ফেরার পর দ্রুতই শাইনপুকুর হারায় তানজিদ তামিমের উইকেট। ২৪ বলে ৪১ রান করা তানজিদ তামিমকে ফেরান রহমতউল্লাহ। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে শাইনপুকুরের স্কোর হয়ে যায় ৭.১ ওভারে ২ উইকেটে ৫৭ রান। সাধারণত মিডল অর্ডারে ব্যাট করলেও এই ম্যাচে রিশাদকে উঠিয়ে আনা হয় তিন নম্বরে। তবে ৩১ বলে ১ চারে মাত্র ৯ রান করেন তিনি। ১৬ তম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে ফেরান রহমতউল্লাহ। এক ওভার বিরতিতে এসে আবার আঘাত হানেন রহমতউল্লাহ। ১৮ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহ ফেরান মার্শাল আইয়ুব। আইয়ুব করেন ১১ বলে ১ রান। শাইনপুকুরের স্কোর হয়ে যায় ১৭.৩ ওভারে ৪ উইকেটে ৭৬ রান।

রিশাদ, আইয়ুবের ধীরগতির ব্যাটিং করে আউট হওয়ার পর শাইনপুকুরের রানরেটও হতে থাকে নিন্মমুখী। রানরেট সামলে ব্যাটিং করতে না পেরে দলটি উইকেটও হারাতে থাকে নিয়মিত। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। তানজিদ তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন এসএম মেহেরব হোসেন। চার নম্বরে নেমে মেহেরব খেলেন ৭৭ বল। ব্রাদার্সের ২৬ রানে জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ৯৫ রান করা মজিদ।

ফতুল্লায় রূপগঞ্জের আজ প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পারটেক্স ৪৭.২ ওভারে অলআউট হয়েছে ১৯১ রানে। অধিনায়ক মিজানুর রহমানের ৮৮ রানই পারটেক্সের সর্বোচ্চ স্কোর। ৯১ বলে ১২ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। রূপগঞ্জের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম চৌধুরী ও মোহাম্মদ শাহিদুল ইসলাম। মাশরাফি কোনো উইকেট না পেলেও ৯ ওভারে খরচ করেন ৩০ রান। রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান করে রূপগঞ্জ। ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন শামীম হোসেন পাটওয়ারী। ৪৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকেছেন শামীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত