Ajker Patrika

রাজধানীর ৩০০ ফিট সড়কে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৯: ২৩
রাজধানীর ৩০০ ফিট সড়কে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

রাজধানীর ৩০০ ফিট রাস্তায় পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী হলেন মঞ্জুরুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুরে। বাবার নাম মৃত মোজাফ্ফর হোসেন। আহত ব্যক্তি হলেন মঞ্জুরুল ইসলামের মামা ইসলাম উদ্দিন (৫৫)। 

তাঁদের হাসপাতালে নিয়ে আসা কাজী রবিন জানান, গাজীপুর চৌরাস্তায় ‘তাউফিকা বাটিক হাউস’ নামে থ্রি-পিসের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে মঞ্জুরুলের। নারায়ণগঞ্জের ভূলতা-গাউছিয়ায়ও আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে সকালে পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। গাড়িটিতে ছিলেন তাঁর মামা ব্যবসায়ী ইসলাম উদ্দিন, কর্মচারী কাজী রবিন, ড্রাইভার ও আরেকজন। পিকআপ ভ্যানটি ৩০০ ফিট রাস্তায় চলার পথে কুড়িলের কাছাকাছি হঠাৎ ব্রেক ফেল করে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে গাড়িটির ওপরে বসে থাকা মঞ্জুরুল ও ইসলাম উদ্দিন গাড়ির নিচে চাপা পড়েন। তবে সামান্য আহত হন চালক ও তাঁর পাশের দুজন। 

গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মঞ্জুরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। ইসলাম উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত