হরিরামপুর থানায় এক মাসের সব মামলা নিষ্পত্তি
হরিরামপুর থানায় যোগদানের এক মাসে অন্তভুক্ত হওয়া সব মামলার নিষ্পত্তি করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম। গত জুন মাসে নিয়মিত মামলা ৮ টি, কোর্ট পিটিশন মামলা ৫টি এবং অপমৃত্যু মামলা ৩টি নিয়ে মোট ১৬টি মামলা অন্তভুক্ত হয়। সবগুলো মামলা নিষ্পত্তি করেন তিনি। এর ফলে জুন মাসে এ থানায় আর কোন মামলা পে