Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে নথি ও অর্থ চুরির অভিযোগ

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে নথি ও অর্থ চুরির অভিযোগ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ও ৮ জুলাই হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত দুটি অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান। 

অভিযোগ দুইটির একটি হচ্ছে নথিপত্র চুরি ও স্বাক্ষর জালিয়াতি এবং অর্থ চুরি। 

অভিযোগপত্রে ডা. ইসরাত জাহান উল্লেখ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাডের কপি জালিয়াতি করে ও সাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মহিদুর রহমান এবং তাঁর (ডা. ইসরাত) স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হারুন। শুধু তাই নয়, ওই বিলের অফিস কপিও চুরি করেছেন হারুন। এ ছাড়াও সার্ভিস বুকসহ দুটি রেজিস্ট্রার খাতা হিসাবরক্ষণ অফিস হতে চুরি করেন তিনি। 

অভিযোগপত্রে ডা. ইসরাত জাহান আরও বলেন, হারুন অর রশিদের মূল পদ হলো কুক/মশালচী। তাঁর পদের আইডি নম্বর ৫৪১৪১। কিন্তু তিনি হিসাবরক্ষক অফিসের সঙ্গে যোগসাজশে নিয়মিত অফিস সহকারীর বেতন উত্তোলন করেন। 

অভিযুক্ত হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ দুটি মিথ্যা এবং ভিত্তিহীন। 

এ ব্যাপারে মঙ্গলবার হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, হাসপাতালের হিসাব রক্ষক হারুনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডি নথিভুক্ত করে তদন্তের জন্য দুদকে পাঠিয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত