ভোটের পর বাড়িঘরে আগুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে তিন জায়গায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাদারীপুরের রাজৈরে চতুর্থ ধাপের নির্বাচন পরবর্তী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ ছাড়া পঞ্চম ধাপের নির্বাচন নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় দুজনকে মারধর করা হয়েছে।