সেতু ধসে বিচ্ছিন্ন ১০ গ্রাম
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে বন্যার পানির তোড়ে একটি সেতু ধসে পড়েছে। এতে আদাবাড়ি, কড়াইল ও হিলড়া গ্রামসহ ১০ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।