Ajker Patrika

রাস্তার কাজের মানে ক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
রাস্তার কাজের মানে ক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়ার  রাস্তাটি পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

 নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেওয়ার পরও চলমান রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 এ ছাড়া এক বছরের মধ্যে কাজ বাস্তবায়ন করার কথা থাকলেও আড়াই বছরে ৪০ ভাগ কাজ হয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।

 আরও জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণ কাজের দরপত্র দেয় সৈয়দ মজিবুর রহমান ও অবণী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৩ মিটার প্রস্থ ৮ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তায় বেড কেটে ১০ ইঞ্চি বালু ফিলিং, ৬ ইঞ্চি খোয়া ও বালুমিশ্রিত ফিলিং, ৬ ইঞ্চি উচ্চতায় খোয়া ও রোলিং করার কথা। পরিমাণের চেয়ে কম বালু ফিলিং ও নিম্নমানের ইটের খোয়া ফেলে রোলিং করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

নিম্নমানের ইটের খোয়া রোলার মেশিন দিয়ে রোলিং করার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানীয় প্রকৌশল কার্যালয় ঠিকমতো কাজ তদারকি করছে না। এদিকে সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় শুক্রবার স্থানীয় লোকজন নির্মাণকাজ বন্ধ করে দেন। এরপরও শনিবার ঠিকাদারের লোকজন কাজ চলমান রাখেন।

তবে কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কার্যসহকারী রুহুল আমিন বলেন, নিম্নমানের খোয়া ব্যবহার করায় শুক্রবার কাজ বন্ধ ছিল; কিন্তু ইটের খোয়া সরবরাহকারী স্থানীয় আব্দুল মান্নান ও ঠিকাদারের লোকজন প্রভাব দেখিয়ে কাজ করে যাচ্ছেন।    

পাহাড়পুর গ্রামের বাসিন্দারা জানান, আট কিলোমিটার এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই এই তিন উপজেলাসহ আশপাশের ৫০ থেকে ৬০ গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়াত সংসদ সদস্য মো. একাব্বর হোসেন রাস্তাটি পাকা করার ব্যবস্থা করেন। কাজটি এক বছরেরও কম সময়ে শেষ করার কথা থাকলেও আড়াই বছরে তা শেষ হয়নি।

নির্মাণকাজে তদারকির দায়িত্বে থাকা ইকবাল হোসেন বলেন, আগের সব খোয়া মানসম্মত দেওয়া হয়েছে। দুই দিন আগে কয়েক গাড়ি খোয়া নিম্নমানের আসায় কাজ বন্ধ করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান অবণী এন্টারপ্রাইজের মালিক হেকমত আলী জানান, স্থানীয় সরবরাহকারী কয়েক গাড়ি নিম্নমানের ইটের খোয়া সরবরাহ করেছিলেন। সেসব খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, নানা কারণে ঠিকাদার কাজটি বাস্তবায়নে কালক্ষেপণ করেছেন। শুক্রবার নিম্নমানের কয়েক গাড়ি খোয়া ফেলার অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছিল। নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত