মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল দাস (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের দক্ষিণ নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অনিল দাস জেলার কালিহাতি উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে তিনি গোড়াই শিল্পাঞ্চলের মেঝের আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী আন্না রানী দাস গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা বলছে, গোড়াই দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা শাহিন নামের এক ব্যক্তির ছাগল চুরি হয়। এ ঘটনায় তারা অনিলকে সন্দেহ করে। মঙ্গলবার দুপুরে শাহিনের ছেলে রাফিসহ কয়েকজন মিলে অনিলকে ধরে মারপিট করে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে অনিলের মাথায় কয়েকটি আঘাত করে। এতে অনিল ঘটনাস্থলেই মারা যান।
গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মো. আদিল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাগল চুরির সন্দেহে অনিলের মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।’
নিহত অনিল দাসের স্ত্রী আন্না রানী জানান, তিনি সকাল সাড়ে সাতটার দিকে কারখানায় কাজে যান। দুপুরে ফেরার পথে লোকজনের কাছে জানতে পারেন তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন।
এ বিষয়ে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান জানান, ছাগল চুরির অপরাধে অনিলকে রাফিসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যার সত্যতা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল দাস (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের দক্ষিণ নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অনিল দাস জেলার কালিহাতি উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে তিনি গোড়াই শিল্পাঞ্চলের মেঝের আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী আন্না রানী দাস গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা বলছে, গোড়াই দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা শাহিন নামের এক ব্যক্তির ছাগল চুরি হয়। এ ঘটনায় তারা অনিলকে সন্দেহ করে। মঙ্গলবার দুপুরে শাহিনের ছেলে রাফিসহ কয়েকজন মিলে অনিলকে ধরে মারপিট করে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে অনিলের মাথায় কয়েকটি আঘাত করে। এতে অনিল ঘটনাস্থলেই মারা যান।
গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মো. আদিল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাগল চুরির সন্দেহে অনিলের মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।’
নিহত অনিল দাসের স্ত্রী আন্না রানী জানান, তিনি সকাল সাড়ে সাতটার দিকে কারখানায় কাজে যান। দুপুরে ফেরার পথে লোকজনের কাছে জানতে পারেন তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন।
এ বিষয়ে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান জানান, ছাগল চুরির অপরাধে অনিলকে রাফিসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যার সত্যতা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৩ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৫ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৭ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে