Ajker Patrika

মির্জাপুরে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫: ১১
মির্জাপুরে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় আরজু মিয়া (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘূগী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে নির্মাণশ্রমিক আরজু মিয়া কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছান। এ সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি ট্রাক সেখানে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত