প্রচারে উপেক্ষিত নারী ভোটার, অসন্তোষ
‘বাহে, ভোটের আর বেশি দিন নাই। প্রার্থীরা মার্কা নিয়া হাটবাজারোত ভোট চাওছে। বাড়িত আসিও স্বামীক খোঁজোছে। কনতো, হামরা কি ভোটার নোয়াই? সউগ প্রার্থী আসি কয় তোমার অভিভাবক কায়। ওই জন্যে নিয়াত করছু এবার স্বামীর কথাত ভোট দেইম না। চিন্তা ভাবনা করি সৎ লোকোক ভোট দেইম।’