মিশ্র ফল চাষে ভাগ্য বদলালেন জাকির
মিশ্র ফলের বাগান করে নিজের ভাগ্য বদলেছেন। ফিরিয়ে এনেছেন সংসারের সচ্ছলতা। প্রতিবছর মিশ্র এই ফলের বাগান থেকে আয় করছেন ৭-৮ লাখ টাকা। বলছিলাম, রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. জাকির হোসেনের কথা। নিজের কয়েক শতাংশ এবং অন্যের জমি ইজারা নিয়ে মিশ্র ফলের বাগান করে তিনি এখন সফল।