ঘিওরে ধলেশ্বরীতে বড়শিতে ধরা পড়ছে বড় মাছ
মানিকগঞ্জের ঘিওরে অসময়ে শুষ্ক প্রায় পুরোনো ধলেশ্বরী নদীতে বড়শিতে ধরা পড়ছে বড় বড় বোয়াল, আইড় ও রুই মাছ। এ ছাড়াও ঝাঁকি জালের টানে উঠছে ট্যাংরা, পুঁটি, বেলেসহ নানা ছোট মাছ। ফলে মাছ ধরার জন্য পাড়ে সকাল থেকেই শৌখিন মাছ শিকারিরা ভিড় করছেন।