ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) আসনে জয়ী হয়েছেন স্বতস্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ টুলু।
তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।
তাঁর এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজ বেগমের কান্নার একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এতে দাবি করা হয়, নির্বাচনে হেরে এবার প্রকাশ্যে কাঁদলেন মমতাজ। ভিডিওতে মমতাজকে মাইক্রোফোন হাতে কাঁদতে দেখা যায়। কিন্তু আসলেই কি নির্বাচনে হারার পর ক্যামেরার সামনে কেঁদেছিলেন মমতাজ। বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে কণ্ঠশিল্পী মমতাজের ফেসবুক পেজে গত ৪ জানুয়ারি প্রকাশিত প্রায় ২৬ মিনিটের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে দৃশ্যমান মমতাজ বেগমের পোশাক ও পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পরে গত ৬ জানুয়ারি মমতাজ বেগমের কান্নার ভিডিওয়ের অংশটি খুঁজে পাওয়া যায়। ভাইরাল নিউজ বিডি নামের একটি ফেসবুকে প্রচারিত কান্নার ভিডিওটি মমতাজ নিজেই তাঁর পেজে শেয়ার করেন। এই পেজে ভিডিওটি গত ৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল।
ভিডিওতে মমতাজ বেগম তাঁর নিজের এলাকায় নির্বাচনী প্রচারণার শেষদিনে প্রয়াত আত্মীয়-স্বজনের কথা স্মরণ করে কান্না করেন। অপরদিকে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। অর্থাৎ নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতাজ বেগমের কান্নার ভিডিওটিকেই নির্বাচনে হেরে মমতাজ বেগম কান্না করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) আসনে জয়ী হয়েছেন স্বতস্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ টুলু।
তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।
তাঁর এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজ বেগমের কান্নার একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এতে দাবি করা হয়, নির্বাচনে হেরে এবার প্রকাশ্যে কাঁদলেন মমতাজ। ভিডিওতে মমতাজকে মাইক্রোফোন হাতে কাঁদতে দেখা যায়। কিন্তু আসলেই কি নির্বাচনে হারার পর ক্যামেরার সামনে কেঁদেছিলেন মমতাজ। বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে কণ্ঠশিল্পী মমতাজের ফেসবুক পেজে গত ৪ জানুয়ারি প্রকাশিত প্রায় ২৬ মিনিটের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে দৃশ্যমান মমতাজ বেগমের পোশাক ও পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পরে গত ৬ জানুয়ারি মমতাজ বেগমের কান্নার ভিডিওয়ের অংশটি খুঁজে পাওয়া যায়। ভাইরাল নিউজ বিডি নামের একটি ফেসবুকে প্রচারিত কান্নার ভিডিওটি মমতাজ নিজেই তাঁর পেজে শেয়ার করেন। এই পেজে ভিডিওটি গত ৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল।
ভিডিওতে মমতাজ বেগম তাঁর নিজের এলাকায় নির্বাচনী প্রচারণার শেষদিনে প্রয়াত আত্মীয়-স্বজনের কথা স্মরণ করে কান্না করেন। অপরদিকে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। অর্থাৎ নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতাজ বেগমের কান্নার ভিডিওটিকেই নির্বাচনে হেরে মমতাজ বেগম কান্না করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৯ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে