ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিজয়ী হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থী। এর মধ্যে দুজন স্বতন্ত্র এবং একজন নৌকার প্রার্থী। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতারের ঘোষণা করা ফলাফলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ২০ জন প্রার্থী। কাকতলীয়ভাবে প্রতিটি আসনেই ছিলেন একজন করে জাহিদ নামের প্রার্থী। নির্বাচনী নানা বিষয় ছাপিয়ে জয়ের মালা ঝুলল এই তিন জাহিদের গলাতেই।
তাঁরা হলেন মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য দৈনিক আজকের পত্রিকায় ‘মানিকগঞ্জে তিন আসনে তিন জাহিদের পাল্লা ভারী’ শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থীই।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯২৪ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবার দিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে বিজয়ী হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থী। এর মধ্যে দুজন স্বতন্ত্র এবং একজন নৌকার প্রার্থী। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতারের ঘোষণা করা ফলাফলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ২০ জন প্রার্থী। কাকতলীয়ভাবে প্রতিটি আসনেই ছিলেন একজন করে জাহিদ নামের প্রার্থী। নির্বাচনী নানা বিষয় ছাপিয়ে জয়ের মালা ঝুলল এই তিন জাহিদের গলাতেই।
তাঁরা হলেন মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য দৈনিক আজকের পত্রিকায় ‘মানিকগঞ্জে তিন আসনে তিন জাহিদের পাল্লা ভারী’ শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন জাহিদ নামের তিন প্রার্থীই।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯২৪ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবার দিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে