সরকারবাড়ি-কর্তাবাড়ির দ্বন্দ্ব ৫২ বছরেও থামেনি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রাম মৌটুপি। গ্রামটিতে সরকারবাড়ি ও কর্তাবাড়ি—এই দুই বংশের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ৫২ বছর ধরে চলা কর্তৃত্বের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা, মামলা ও খুন নিত্যঘটনায় পরিণত হয়েছে। এতে এ পর্যন্ত উভয় পক্ষের ১৪ জন খুন হন। সর্বশেষ গত জুন মাসেও একজন প্রাণ হা