১৫ বছর শেকলবন্দী রবিউলকে নেওয়া হলো মানসিক হাসপাতালে
ছোলনা মহল্লার যুবক মো. হেদায়েতুর রাফির ফেসবুকে শেকলবন্দী রবিউলের একটি ছবি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়। গত ৩১ জুলাই আজকের পত্রিকায় ‘নিজের পৃথিবীতে একা রবিউল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।