সাগরতীরে পর্যটকের মিলনমেলা
ঈদুল আজহার লম্বা ছুটি শেষ হচ্ছে আগামীকাল শনিবার। এর আগের দিন আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ উপলক্ষে চট্টগ্রামে বঙ্গোপসাগরের তীরে বসেছিল পর্যটকের মিলনমেলা। পারকি সৈকতের প্রায় তিন কিলোমিটারজুড়ে ছিল উৎসবের আমেজ। সরেজমিনে দেখা গেছে, সৈকতের চর, লুসাই পার্ক, মোহনা পার্কসহ সব জায়গা কানায় কানায় পূর্ণ।