রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
রাঙামাটির বিভিন্ন বিহারে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের রাজবন বিহারের সর্গ ঘরে তাবতিংস পূজা করা হয়। এরপর বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি, হাজার প্রদীপসহ নানান দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।