শিক্ষক বাতায়নে 'সেরা নেতৃত্ব' হলেন অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান
শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক দেশের সর্ববৃহৎ ৫ লাখ পঁচাশি হাজার ছয় শ পঁয়ত্রিশ জন শিক্ষক প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন' এর 'সেরা নেতৃত্ব' মনোনীত হয়েছেন কাজী মো. আবদুল হান্নান। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের মধ্যে থেকে তিনি এই মনোনয়ন পেলেন।