উচ্ছেদের মাস পার না হতেই অবৈধ দখল
উচ্ছেদের তিন সপ্তাহের মধ্যেই দখল হয়ে গেছে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক। গত ৩ অক্টোবর ওই সড়কের দুপাশে অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল চট্টগ্রাম-দোহাজারী সড়ক বিভাগ। তবে এরই মধ্যে চাতরি চৌমুহনী, কালাবিবি দিঘির মোড়, বরুমচড়া রাস্তার মাথা, সরকার হাটসহ বিভিন্ন স্থানে দোকান নির্মিত হয়েছে।